মঙ্গলবার, ১১ মার্চ, ২০১৪

প্রকাশ্যে স্কুল ছাত্রীর শ্লীলতাহানি

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল আদর্শ
বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের
নবম শ্রেণীর এক
ছাত্রীকে প্রকাশ্যে এক
বখাটে শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ
পাওয়া গেছে।
এ ঘটনার প্রতিবাদ করায় সুমন
মালাকার (২৭) নামের এক
জুয়েলারি ব্যবসায়ীকে মারধর
করে আটকে রাখে ওই বখাটেরা।
সোমবার
বিকালে কুন্ডুপট্রি এলাকায় এ
ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ
সুত্রে জানা গেছে, ওই
ছাত্রীটি প্রাইভেট
পড়তে যাওয়ার পথে বিকেল
পৌঁনে তিনটার
দিকে কুন্ডুপট্রি এলাকার
নন্দিতা জুয়েলারি দোকানে পূর্বে তৈরি করতে দেওয়া স্বর্নের
আংটি ডেলিভারী আনতে যায়।
এ সময় ওই এলাকার কালিপদ সাহার
ছেলে কার্তিক সাহা এসে ওই
ছাত্রীকে টেনে-
হিচড়ে শ্লীলতাহানি করে।
এর প্রতিবাদ করায় দোকানের
মালিক সুমন
মালাকারকে প্রকাশ্যে মারধর
করে দোকানের মধ্যে তালাবদ্ধ
করে রাখে। খবর পেয়ে পুলিশ
গিয়ে ওই ছাত্রী ও
ব্যবসায়ীকে উদ্ধার করে থানায়
নিয়ে আসে।
ততক্ষনে বখাটে কার্তিক
পালিয়ে যায়।
বাউফল থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার
সত্যতা নিশ্চিত করে বলেন, এ
সংক্রান্ত মামলা প্রক্রিয়াধীন।
বখাটেকে গ্রেপ্তারের
চেষ্টা অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন