নিজস্ব প্রতিবেদক: বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারিক
আদালতে অভিযোগ গঠন
করে দেয়া আদেশকে অবৈধ
দাবিকরেপ্রতিবাদেরোববার সারাদেশের সকল বারে বিক্ষোভ কর্মসূচির
ঘোষণাদিয়েছেজাতীয়তাবাদীআইনজীবীফোরাম।
একই সঙ্গে অভিযোগ
গঠনকারী বিচারক
বাসুদেবের বে-
আইনি আচরণের তদন্তের জন্য
প্রধান বিচারপতির নিকট
দাবি জানান
বিএনপিপন্থী এ
আইনজীবী সংগঠনটি। আজ
শনিবার সুপ্রিম কোর্টের
দক্ষিণ
হলেজাতীয়তাবাদীআইনজীবীফোরাম
আয়োজিত এক সংবাদ
সম্মেলনে ফোরামের
সভাপতি ব্যারিস্টার
রফিকুল ইসলাম মিয়া এ
কর্মসূচি ঘোষণা করেন।
এছাড়া অভিযোগ গঠনের
প্রতিবাদে আগামী ২৪ মার্চ
দেশের সকল
বারে কালো পতাকা, ২৫
মার্চ মানববন্ধন এবং ২৭ মার্চ
প্রতিবাদ সভার কর্মসূচির
ঘোষণা করা হয়। সংবাদ
সম্মেলনে রফিকুল ইসলাম
মিয়া বলেন, বিচারক যথাযথ
আইনী প্রক্রিয়া অনুসরণ
না করে কোন প্রকার
শুনানী ছাড়াই নিজ
কক্ষে বসে যে অভিযোগ গঠন
করেছেন তা নজিরবিহীন ও
আইনসম্মত নয়।
শুধুমাত্র রাজনৈতিক
উদ্দেশ্যেএটাকরাহয়েছেউল্লেখ
করে তিনি বলেন, খালেদা,
তারেক রহমানসহ
আসামীদেরকেরাজনৈতিকভাবেহেয়
প্রতিপন্ন করার জন্যই এ
মামলা দায়ের করা হয়েছে।
আমরা এ মামলায় অভিযোগ
গঠন করার তীব্র প্রতিবাদ
জানাচ্ছি।
শনিবার, ২২ মার্চ, ২০১৪
খালেদার অভিযোগ গঠনের প্রতিবাদে বারে বিক্ষোভ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন