সোমবার, ২৪ মার্চ, ২০১৪

উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে আ.লীগ ৫৫, বিএনপি ২৩, জামায়াত ৫, অন্যান্য ৫

নিজম্ব প্রতিবেদক: বিভিন্ন স্থানে তাণ্ডব, সহিংসতা, কেন্দ্র দখল, জাল ভোট দেওয়া এবং ভোট বর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে চতুর্থ ধাপে ৪৩ জেলার ৯১ উপজেলায় ভোটগ্রহণ। ৯১ উপজেলার মধ্যে ৮৮টির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। ফলাফল স্থগিত রয়েছে ৩ উপজেলার। তিন পর্বে পিছিয়ে থাকলেও উপজেলা পরিষদের চতুর্থ দফা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বেশি সংখ্যক উপজেলায় জয়ী হয়েছেন। সকাল পর্যন্ত প্রাপ্ত ৮৮ উপজেলার ফলাফলে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থীসহ আওয়ামী লীগ সমর্থিত ৫৫ জন, বিএনপির ২৩ জন, জামায়াতের পাঁচজন এবং অন্যান্য দলের ও স্বতন্ত্র হিসেবে পাঁচজন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন