রবিবার, ৩০ মার্চ, ২০১৪

ইংলিশদের হারিয়ে দক্ষিণ আফ্রিকার দাপুটে জয়

ক্রীড়া প্রতিবেদক: ইংলিশদের হারিয়ে দাপুটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। মাত্র তিন রানের জয়কে হয়তো ঠিক ‘দাপুটে’ বলা যায় না, তারপরও দাপুটে জয়ই এটি। কারণ দলটির নাম যে দক্ষিণ আফ্রিকা! চাপে চিড়ে চ্যাপ্টা হওয়াই তো তাদের অভ্যেস। তো, এমন চাপের মুখে তাদের জয় তাই স্বাভাবিকভাবেই দাপুটে। এ ছাড়া দাপুটে ব্যাটিংয়ের পর নিয়ন্ত্রিত বোলিং করে নিজেদের জয় তো তারা দাপুটে বানিয়েছেই! সুতরাং দক্ষিণ আফ্রিকার জয়কে দাপুটে বললে তা কোনোভাবেই বাড়িয়ে বলা হবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন