বিনোদন প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে ‘বেবি ডল’
এবং ‘চার বোতল ভোতকা’ গান
দুটিতে দুর্দান্ত
খোলামেলা পারফরমেন্সের মধ্য
দিয়ে আলোচনায় এসেছেন
সানি লিওন। ‘রাগিনি এমএমএস-২’
ছবির এই গান দুটি এখন ভিডিও
টপচার্টের শীর্ষে অবস্থান করছে।
চলতি মাসের শেষের দিকেই
ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।
ছবির প্রচারণায় সানির এই গান
দুটি ব্যাপক অবদান রাখছে বলেও
মানছেন এর প্রযোজক একতা কাপুর।
এদিকে এই গান দুটির
মাধ্যমে পরিচালকদের নজরও
কাড়তে সক্ষম হয়েছেন সানি। কারণ,
এরই মধ্যে চারটি ছবিতে চুক্তিবদ্ধ
হয়েছেন তিনি। শুধু শরীরসর্বস্ব নয়,
প্রধান চরিত্রে অভিনয়ের জন্যই এখন
সানিকে ভাবছেন পরিচালকরা।
নতুন চারটি ছবিতে প্রধান
নারী চরিত্রে কাজ করবেন তিনি।
এদিকে ‘রাগিনি এমএমএস-২’
ছবিটি মুক্তি পেলে সানি অভিনেত্রী হিসেবে আরও
এক ধাপ উপরে উঠে যাবেন বলেও
মনে করছেন প্রযোজক একতা কাপুর।
এখানে নাকি দুর্দান্ত অভিনয়-
পারফরমেন্স করেছেন সানি।
সানিও অবিরত পরিশ্রম করে যাচ্ছেন
নিজেকে অভিনেত্রী হিসেবে প্রমাণ
করার জন্য। এ কারণে শুধু পারফরমেন্স
নয়, অভিনয়েও
মনোযোগী হয়ে উঠেছেন তিনি।
এখনও হিন্দি ভাষার উচ্চারণ
নিয়মিত শিখছেন। ভারতীয় নাচের
প্র্যাকটিসও চলছে।
এদিকে সানি লিওন
সম্প্রতি ‘রাগিনি এমএমএস-২’ ছবির
প্রচারণা করতে গিয়ে পুরোদস্তুর
অভিনেত্রী হয়ে ওঠার আশাবাদ
ব্যক্ত করেছেন। এ বিষয়ে তার ভাষ্য
হচ্ছে, এখন বলিউডই আমার সব।
আমি চেষ্টা করছি অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পাবার।
আর শরীর দেখাতে চাই না।
সোমবার, ৩ মার্চ, ২০১৪
আমি চেষ্টা করছি অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পাবার
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন