রবিবার, ১৬ মার্চ, ২০১৪

আত্মবিশ্বাস ফিরেছে আওয়ামী লীগে

নিজস্ব প্রতিবেদক: প্রথম ও দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে হোঁচট খাওয়া আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে তৃতীয় দফায়। নির্বাচন নিয়ে সমালোচনা থাকলেও তৃতীয় দফায় মনোবল ফিরে এসেছে ক্ষমতাসীনদের শিবিরে, আত্মবিশ্বাস বেড়েছে অনেক গুণ। তাই পরবর্তী ধাপে বিরোধীদের আর পাত্তাই দিতে চাচ্ছেন না তারা।

শনিবার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৮১টি উপজেলায় নির্বাচন হয়। এর মধ্যে ৭৭টি উপজেলার ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত ৩৭ জন ও বিএনপি-সমর্থিত ২৬, জামায়াতের সাতজন, আওয়ামী লীগের তিন বিদ্রোহী প্রার্থী, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএসের (সন্তু লারমা) সমর্থিত দুজন, এলডিপি-সমর্থিত একজন ও বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন।

প্রথম দুই ধাপের পরাজয়ের পরে আওয়ামী লীগ নেতারা প্রকাশে পরাজয়ের প্রধান কারণ হিসেবে বিদ্রোহী প্রার্থী ও সাংগঠনিক দুর্বলতাকে দায়ী করেন।

রোববার নগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, “এবারের (তৃতীয় ধাপে) উপজেলা নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী ছিলেন। তাদের আমরা বসাতে পেরেছি। আগামী দুই ধাপের নির্বাচনেও আমরা এভাবে এগিয়ে গেলে জয়ী হব।”

সূত্রমতে, প্রথম ও দ্বিতীয় ধাপের ফলাফলে পর দলীয় সভাপতি নিজে দলের সিনিয়র একাধিক নেতাকে দায়িত্ব দেন বিদ্রোহী ঠেকানোর। প্রাণপণ চেষ্টায় তৃণমূলের দ্বন্দ্ব মিটিয়ে একক প্রার্থী নিশ্চিত করতে সম্পূর্ণ সফল না হলেও দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করার কড়া নির্দেশ ছিল কেন্দ্র থেকে। দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে এবার অবস্থানও ছিল আগের চেয়ে কঠোর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন