শনিবার, ২৯ মার্চ, ২০১৪

ব্যাটিং নিয়ে দুর্ভাবনায় পড়েছেন মুশফিকুর রহিম

ক্রীড়া প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ তিন খেলায় বাংলাদেশ ৫১, ১৬ ও
২১ রানে প্রথম তিন উইকেট হারিয়েছে।
উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক
রান পাচ্ছেন। কিন্তু এখনো ছন্দ
খুঁজে পাননি তামিম ইকবাল। তিন নম্বরে ব্যর্থতায় জায়গা হারিয়েছেন সাব্বির
রহমান ও মুমিনুল হক। তবে শেষ দুই
ম্যাচে ০ ও ১ রান করে বোল্ড হওয়া সাকিবের ওপর আস্থা রাখছেন অধিনায়ক।
গতকাল শুক্রবার মিরপুর শের-ই-
বাংলা জাতীয় ক্রিকেট
স্টেডিয়ামে ভারতের কাছে ৮
উইকেটে হারার পর শেষে সংবাদ
সম্মেলনে মুশফিক বলেন, “প্রথম চার
ব্যাটসম্যানকেই
খেলা তৈরি করে দিতে হবে।
আমাদের ধোনি বা স্যামির
মতো কোনো হার্ডহিটার নেই,
যারা এসেই চার-ছক্কা মারবে।
প্রথম চার ব্যাটসম্যানকে সেট
হয়ে এই কাজটা করতে হবে।”
“আমাদের মিডল অর্ডারও
রানে নেই। আরো দুটি ম্যাচ আছে।
যেখানে সাকিব ও আমার
আরো উপরে ব্যাট করার
সম্ভাবনা নিয়ে আমরা ভাবছি।”
রোববার পাকিস্তানের
বিপক্ষে নিজেদের তৃতীয়
ম্যাচে খেলবে বাংলাদেশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন