রিগান,বরিশাল প্রতিনিধি: বরিশালের
কীর্তনখোলা নদীতে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি সুন্দরবন-৭’র সাথে সিমেন্টের
কাঁচামালবাহী একটি কার্গোর
ধাক্কায় কার্গো নিমজ্জিত ও
লঞ্চের তলায় ফাটলের
সৃষ্টি হয়েছে। রোববার রাত নয়টায়
সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন
সংলগ্ন কীর্তনখোলা নদীতে এই
দুর্ঘটনায় কোন হতাহতের
ঘটনা ঘটেনি।
স্থানীয়রা নিমজ্জিত
কার্গোর চালক, সুকানীসহ ১১ জন
স্টাফকে উদ্ধার করেছে।
এদিকে তলা ফেটে যাওয়ার পর
সুন্দরবন-৭
লঞ্চটিকে নিকটবর্তী আশ্রায়ন
প্রকল্পের চরে নোঙ্গর
করা হলে যাত্রীরা নিরাপদে লঞ্চ
থেকে নেমে যায়।
বরিশাল নদী বন্দরের
নৌ নিরাপত্তা ও ট্রাফিক
বিভাগের উপ-পরিচালক আবুল
বাসার মজুমদার আমাদের বরিশাল
ডটকম’কে জানান, সুন্দরবন
নেভিগেশন কোম্পানীর সুন্দরবন-৭
নামক লঞ্চটি যাত্রী নিয়ে রাত
পৌনে নয়টায় ঢাকার
উদ্দেশ্যে রওয়ানা হয়।
পথিমধ্যে চরবাড়িয়ার
কীর্তনখোলায় চট্টগ্রাম
থেকে বরিশাল এ্যাংকর
সিমেন্টের পন্য
নিয়ে আসা কর্নফুলী-৫ নামক
কার্গোর
সাথে ধাক্কা লাগলে কার্গোটি ডুবে যায়
এবং লঞ্চের পিছনের অংশের
তলা ফেটে যায়। বড় ধরনের
দুর্ঘটনা এড়াতে লঞ্চটিকে দ্রুত
নদীর
পূর্বপ্রান্তে একটি চরে উঠিয়ে দেন
চালক।
লঞ্চের সুপারভাইজার মোঃ হারুন
আমাদের বরিশাল
ডটকম’কে জানান, দুর্ঘটনার পরপরই
পাশ্ববর্তী আশ্রায়ন প্রকল্পের
চরে লঞ্চটি নোঙ্গর করে সকল
যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
কারো কোনো প্রকার
ক্ষয়ক্ষতি হয়নি।
সোমবার, ১০ মার্চ, ২০১৪
তালায় ফাটল নিয়ে চরে সুন্দরবন-৭
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন