নিজস্ব প্রতিবেদক: অর্থপাচার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার সকাল ১০টার কিছু পর থেকে দুদক কার্যালয়ে খন্দকার মোশাররফকে এনে জিজ্ঞাসাবাদ করছে দুদকের উপ-পরিচালক আহসান আলী।
এর আগে অর্থপাচারের অভিযোগে খন্দকার মোশাররফ হোসেনকে আটকের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়। রাত সাড়ে ১০টার দিকে মোশাররফকে তার বাসভবনের সামনে থেকে আটক করা হয়। এরপর তাকে গুলশান থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয় রমনা থানায়।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে খন্দকার মোশাররফের বিরুদ্ধে অর্থপাচার মামলাটি করেন। মামলায় মোশাররফ হোসেনের বিরুদ্ধে ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার টাকা পাচারের অভিযোগ আনা হয়। এতে তার স্ত্রী বিলকিস আক্তার হোসেনকেও আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, বিএনপি ক্ষমতায় থাকাকালে ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ছিলেন খন্দকার মোশাররফ হোসেন। এসময় ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ ইংল্যান্ড পাচার করেন তিনি।"
 
 
  
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন