বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০১৪

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সত্য নয়: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম
নাহিদ বলেছেন, সারা দেশে একযোগেব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য
দিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবার দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডর অধীনে ১১ লাখ ৪১ হাজার ৩৭৪
পরীক্ষার্থী অংশ নিচ্ছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ
সত্য নয় বলে তিনি দাবি করেন।
মন্ত্রী জানান, গত বছরের
চেয়ে এ বছর ১ লাখ ২৮ হাজার
৭৯৩ জন বেশি পরীক্ষার্থী অংশ
নিচ্ছে। তিনি বলেন, পৃথিবীর
বিভিন্ন দেশেশিক্ষাখাতেদুর্নীতির
পরিমাণ ১৭% আর আমাদের
দেশে ১২%। কিন্তু
আমরা এটাকে শূন্যের কোটায়
নামিয়ে আনতে চাই। আজ
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০
টায় মতিঝিল আইডিয়াল স্কুল
এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শন
শেষে উপস্থিত
সাংবাদিকদের তিনি এসব
কথা বলেন।
এ সময় গতকাল ব্রাহ্মবাড়িয়ায়
প্রশ্নপত্র ফাঁসের
ব্যাপারে প্রশ্ন
করা হলে মন্ত্রী বলেন,
আ’লীগের বিগত পাঁচ
বছরে কোন প্রশ্নপত্র ফাঁসের
ঘটনা ঘটেনি। এটা সম্পূর্ণ
অমূলক। তিনি বলেন,
শিক্ষার্থীদের বিভ্রান্ত
করে সরকারের ভাবমূর্তি নষ্ট
করার জন্যই এধরনের অপপ্রচার
চালানো হচ্ছে।
প্রয়োজনে ব্রাহ্মবাড়িয়ায়
ফাঁস হওয়া প্রশ্নপত্র আর
আজকের প্রশ্নপত্র
মিলিয়ে দেখারও আহ্বান
জানান মন্ত্রী।
নূরুল ইসলাম নাহিদ বলেন,
সরকার সৃজনশীল
পরীক্ষা পদ্ধতির
মাধ্যমে শিক্ষার্থীদের
পাঠ্যবইয়ের
প্রতি অনুরাগী এবং নোটবই
থেকে দূরে রাখার উদ্যোগ
নিয়েছে। এজন্য
সারা দেশের প্রায় ৫ লক্ষ
শিক্ষককে সৃজনশীল
পদ্ধতিতে পাঠদান ও
পরীক্ষা নেওয়ার
বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ
দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন