অনলাইন ডেস্ক: শাহ আহমদ শফী।
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের
লালদীঘি ময়দানে হেফাজতে ইসলাম
আয়োজিত দুই
দিনব্যাপী শানে রিসালত
সম্মেলনের উদ্বোধনী দিনের
দ্বিতীয় অধিবেশনে তিনি এসব
কথা বলেন।
শফী বলেন, “হাসিনা সরকার,
আওয়ামী লীগ বলেন আর ছাত্রলীগ
বলেন সবাই আমাদের বন্ধু। এদের
সাথে আমাদের কোনো আদাবত
নাই। কেউ যদি হাসিনা সরকার,
আওয়ামী লীগ,
ছাত্রলীগকে আমাদের দুশমন
বুঝে থাকেন এমনটা ভুল হবে।”
তিনি আরো বলেন,
“আমরা হাসিনা সরকারকে কোনো গালি দিইনি।
এখানে হাসিনা সরকার
আসতে না পারলেও
আওয়ামী লীগের অনেক লোক
এসেছে।”
হেফাজতের আন্দোলন
সম্পর্কে আমির বলেন,
“আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ
ঘোষণা করিনি। আল্লাহ ও রাসূলের
দুশমনদের
বিরুদ্ধে ময়দানে নেমেছি আমরা।”
কাউকে ক্ষমতায়
নেয়া কিংবা ক্ষমতাচ্যুত
করা তাদের উদ্দেশ্য নয় বলে জানান
তিনি।
হেফাজতের
বিরোধিতাকারীদের
উদ্দেশ্যে আল্লামা শফী বলেন,
“হেফাজতের দাবি ও
ঈমানি আন্দোলন বুঝতে চেষ্টা করুন,
হৃদয় দিয়ে অনুধাবন করুন।
অযথা মিথ্যাচার করবেন না; বিশেষ
কোনো উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়াবেন
না।”
শুক্রবার, ১১ এপ্রিল, ২০১৪
আ.লীগ, ছাত্রলীগ আমাদের বন্ধু : আল্লামা শফী
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
 
 
  
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন