এসো হে বৈশাখ, এসো এসো, ওই নুতনের কেতন ওড়ে কালবোশেখির ঝড়, মেলায় যাইরে মেলায় যাইরে, বাসন্তি রঙ শাড়ি পরে ললনারা হেঁটে যায়, বাঙলায় আমি বোল তুলেছি বাঙলায় তুলেছি মাদল, বাঙলায় হিয়ার নৃত্য দেখেছি বাঙলায় ছুঁয়েছি বাদল, এই রকম গান সাধারণত বৈশাখ আসলেই শোনা যায়। গান ছাড়াও নানা রকম অনুষ্ঠান বৈশাখের আনন্দকে অনেক গুণ বাড়িয়ে দেয়। নতুন আলো, নতুন সূর্য। আজ পহেলা বৈশাখ। বাংলা ১৪২১ সালের প্রথম দিন। বাঙালির প্রাণের মিলন মেলা। নতুন বছর মানবজীবনে বয়ে আনবে প্রাপ্তি-প্রত্যাশা-কল্যাণ। নববর্ষকে গানে গানে বরণ করতে ঘরে ছেড়ে একত্রিত হয়েছে আজ সব বাঙালি।
আজ সোমবার সকাল ৬টা পাঁচ মিনিটে রাজধানীর রমনা বটমূলে ছায়ানট আয়োজন করে স্বদেশ ও সম্প্রীতি বর্ষবরণ অনুষ্ঠান। রাগ আহীর ভৈরবে সরোদের মূর্ছনায় নতুন আলোকে বরণ করেন রাজরূপা চৌধুরী। এর পর ছায়ানটের বড়দের দলীয় কণ্ঠে রবীন্দ্রনাথের এ কী সুগন্ধহিল্লোল বহিল/ আজি প্রভাতে। অনুষ্ঠানে যন্ত্রানুষঙ্গে সঙ্গত করবেন তবলায় এনামুল হক ওমর, গৌতম সরকার, স্বরূপ হোসেন, বেহালায় আলমাস আলী, বাঁশিতে মো. মনিরুজ্জামান, দোতারায় রতন কুমার রায়, মন্দিরাতে প্রদীপ কুমার রায়, ঢোলে দশরথ, কি-বোর্ডে ইফতেখার হোসেন সোহেল।
অনেক ঘটনা, দ্বন্দ্ব-সংঘাত-সহিংসতা, অস্থিরতার মধ্য দিয়ে বিদায় নিলো আরও একটি বাংলা সন ১৪২০, দুয়ারে কড়া নাড়ছে নতুন বর্ষ ১৪২১ বঙ্গাব্দ, শুভ নববর্ষ। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ বিচ্ছিন্ন বা একা কেউ নয়। যে কারণে আন্তর্জাতিক হিসাব-কিতাব আর ব্যবসা-বাণিজ্যের জন্য ইংরেজি বা খ্রিস্টীয় বর্ষের হিসাব রেখে সারা বছর চললেও বাংলা নববর্ষ বাঙালির সামনে হাজির হয় ধর্ম-বর্ণ নির্বিশেষে একটা সার্বজনীন ও অসাম্প্রদায়িক উৎসব হিসেবে।
দেশের বাইরে অবস্থানরত প্রবাসী বাঙালিরাও বিপুল উদ্দীপনায় বাংলা নববর্ষ পালন করেন, যা এই উৎসবের সর্বত্রগামিতাকেই স্পষ্ট করে। আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কৃষি, ব্যবসা, পার্বণসহ পারিবারিক ও সামাজিক জীবনে বাংলা সনের ব্যবহার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এদিনে ব্যবসায়ীরা তাদের হিসাবের নতুন খাতা খুলবে আর হালখাতার আমেজ চলতে থাকবে প্রায় প্রতিটি দোকানে। পহেলা বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানমালা প্রচার করবে রেডিও ছাড়াও বিভিন্ন টেলিভিশন চ্যানেল। এ ছাড়া বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে জাতীয় দৈনিকগুলো। এতে আমাদের দেশজ ইতিহাস ও ঐতিহ্য নিয়ে প্রবন্ধ ও নিবন্ধ ছাপা হয়েছে।
সোমবার, ১৪ এপ্রিল, ২০১৪
স্বাগত ১৪২১, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন