সোমবার, ২৮ এপ্রিল, ২০১৪

এখনও দেশে ফিরতে পারেনি মা ও মেয়ে

পটুয়াখালী প্রতিনিধি: দীর্ঘ দিন অতিবাহিত হলেও এখনও দেশে ফিরতে পারেনি ভারতে পাচার হওয়া পটুয়াখালীর কলাপাড়ার ব্রাইটষ্টার প্রি-ক্যাডেট স্কুলের ছাত্রী সুস্মিতা (৬) ও তার মা চুমকি মন্ডল (২৫)। গত ১২ ফেব্রুয়ারি তাদের বাকেরগঞ্জ উপজেলা থেকে অপহরন করে ভারতে পাচার করে একদল অপহরনকারী। কিন্তু ১৮ ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনার হাবড়া থানা পুলিশ এক পাচারকারীসহ তাদের আটক করে। পুলিশ তাদের বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করলে সেই মামলায় তাদের আটক দেখানো হয়। বর্তমানে তারা দমদম সেইফ হোমে থাকলেও কবে দেশে ফিরতে পারবে এ নিয়ে চিন্তিত তার পরিবারের সদস্যরা।
সুস্মিতার পিতা দুলাল মন্ডল জানান, তার স্ত্রী ও সন্তানকে দেশে ফিরিয়ে আনতে ভারতীয় হাই কমিশনে আবেদন করা হয়েছে। সেখানে সুস্মিতা ও তার স্ত্রী চুমকির সকল তথ্য দেয়া হয়েছে। কিন্তু এখনও সেই কাগজপত্র ভারতে না পৌছায় মুক্তি পাচ্ছেনা তারা। অপহরনকারীদের খপ্পড়ে পড়ে তারা যে ভারতে পাচার হয়েছে সেই খবর বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। সেই কপিও সরবরাহ করা হয়েছে। তার আর্তি বাংলাদেশ সরকার একটু আন্তরিক হলেই দ্রুত বন্দীদশা থেকে মুক্তি পেয়ে দেশে ফিরতে পারবে তার স্ত্রী ও সন্তান।
এদিকে পুত্রবধু ও নাতনী হারিয়ে সুস্মিতার বৃদ্ধা ঠাকুরমা(দাদী) রিতা মন্ডল এখন পাথর হয়ে গেছে। নাতনীকে ফিরে পাবে এ আশায় প্রতিদিনই তার স্কুলের সামনে বসে থাকছে। তার আশা সুস্মিতা আবার ফিরে এসে এই স্কুলে যাবে। খেলা করবে সহপাঠেিদর সাথে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন