নিজস্ব প্রতিদিন: খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার সামিল। এ ধরণের বক্তব্যের জন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
বৃহস্পতিবার দুপুরে দলীয় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সাংবাদিকদের এ কথা জানান।
বিএনপি-জামায়াতের চক্রান্তের বিরুদ্ধে ১৪ দলের তিনটি টিম আগামী ২৮, ২৯ ও ৩০ এপ্রিল সারাদেশে গণসংযোগ ও সমাবেশ করবে বলে জানান নাসিম।
তিনি বলেন, "দেশে বিদেশি চক্রকে সঙ্গে নিয়ে বেগম জিয়া একটি অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় বসানোর চক্রান্ত করছে। চন্দ্র সূর্য যেমন সত্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা এবং দেশের প্রথম রাষ্ট্রপতি এটাও সত্য।"
"১৪ দল চরম ঘৃণার সঙ্গে জিয়াউর রহমানকে 'রাষ্ট্রপতি' উল্লেখ করে বিএনটির দেয়া বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছে" বলেন তিনি।
মোহাম্মদ নাসিম বলেন, "সাম্প্রতিককালে বেগম জিয়া, তার ছেলের ও বিএনপি নেতারা অযাচিতভাবে একটি নতুন উক্তি করেছেন। যা বাংলাদেশের মানুষকে আহত করেছে। খালেদা জিয়া যা বলেছেন একটি ছোট্ট শিশুও বিশ্বাস করবে না।"
"২৬ মার্চ স্বাধীনতা দিবসে যখন দেশে লাখো কণ্ঠে সোনার বাংলা উচ্চারিত হয়েছে। সেই মুহুর্তে পরাজিত শক্তি নতুন ষড়যন্ত্র শুরু করেছে" বলে মন্তব্য করেন তিনি।
'৫৩ শতাংশ ভোট জালিয়াতি হয়েছে' ইলেকশন ওয়ার্কিং গ্রুপের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ নাসিম বলেন, "১৪ দলের এ মিটিং উপজেলা নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি।"
 
 
  
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন