নিজস্ব প্রতিবেদক: আগামী দিনের আন্দোলন কর্মসূচি ঠিক করতে দলের স্থায়ী কমিটির সাথে জারুরি বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
বুধবার রাত ৮ টা ৩০ মিনিটে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান আমাদের প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া দুপুর ১২ টা ৩০ মিনিটে দলটির কেন্দ্রীয় কার্যালয় পল্টনে সংবাদ সম্মেলন করবে বিএনপি।
এরআগে রাজবাড়ি শহরের শহীদ আবদুল আজিজ খুশি ময়দানে এক জনসভায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া উপজেলা নির্বাচনের পর সরকারবিরোধী আন্দোলনের হুমকি দিয়েছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন