বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০১৪

নিখোঁজদের উদ্ধারের দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর: সুলতানা কামাল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির নেতা সাজিদুল ইসলাম সুমনসহ নিখোঁজ ব্যক্তিদের সন্ধান দিতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সুলতানা কামাল এ কথা বলেন। সাজিদুল ইসলাম সুমন রাজধানীর তেজগাঁও থানার শাহীনবাগের বাসিন্দা ও ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। নিখোঁজ ব্যক্তিদের পরিবার সংবাদ সম্মেলনটির আয়োজন করে।

সুলতানা কামাল বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো দলের নয়, কোনো পক্ষেরও নয়। দলমত-নির্বিশেষে যাঁরাই নিখোঁজ হন না কেন, তাঁদের খুঁজে দেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন