অনলাইন ডেস্ক: নেইমারের
জোড়া গোল এবং শেষ
সময়ে অস্কারের গোলে ব্রাজিল
বিশ্বকাপের প্রথম
ম্যাচে ক্রোয়েশিয়ার
বিপক্ষে জয় তুলে নেয়। নেইমার ২৭
এবং ৭১ মিনিটে গোল করেন।সাও
পাওলো স্টেডিয়ামে এর
আগে প্রথমার্ধের নির্ধারিত
সময়ে ব্রাজিল ও
ক্রোয়েশিয়া ১-১ গোলে সমতায়
থাকে।মার্সেলোর
১১মিনিটে আত্মঘাতী গোল
ব্রাজিলের সম্ভাব্য শুরুর
পথে কিছুটা ভাটা ফেললেও ২৭
মিনিটে হলুদ কার্ড খাওয়ার ঠিক ২
মিনিট পর এক অসাধারণ শটের
মাধ্যমে গোল করে দলকে সমতায়
ফেরান নেইমার।
এছাড়া প্রধমার্ধের বেশির ভাগ
সময়ই ব্রাজিলের খেলোয়াড়দের
পায়ে বল থাকলেও
ক্রোয়েশিয়াও পাণল্টা আক্রমন
করে চাপ সৃষ্টি করে ব্রাজিলেও
ওপর।
ম্যাচের ২৭মিনিটের মাথায়
নেইমার এবারের বিশ্বকাপের
প্রথম হলুদ কার্ড খেলেও ঠিক তার
২মিনিট পর ডি-বক্সের
অনেকটা বাইরে থেকে এক
দুর্দান্ত শটে সমতায় ফেরায় দলকে।
তবে, খেলার শুরু
থেকে ক্রোয়েশিয়া কিছুটা রক্ষণাত্মক
খেললেও থেমে থেমে আক্রমণ
করার চেষ্টা করে ক্রোয়েশিয়া।
শুক্রবার, ১৩ জুন, ২০১৪
স্বাগতিকদের শুভ সূচনা, ব্রাজিল ৩- ক্রোয়েশিয়া ১
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন