রবিবার, ৮ জুন, ২০১৪

আন্দোলনের প্রস্তুতি চলছে ঈদের পর মাঠ গরম করবে বিএনপি

নিজম্ব প্রতিবেদক: আন্দোলনের
প্রস্তুতি চলছে বিএনপির
নেতৃত্বাধীন বিরোধী জোটে। ৫ই
জানুয়ারির একতরফা নির্বাচনের
মাধ্যমে গঠিত বর্তমান
সরকারকে এক বছরের বেশি সময়
দিতে চান না তারা। আপাতত
রাজপথের কর্মসূচি না দিলেও
চলছে পরিস্থিতি পর্যবেক্ষণ ও
আন্দোলনের কর্মকৌশল প্রণয়নের
কাজ।
সূত্রে জানা গেছে , আসন্ন রমজান
ঈদের পর আন্দোলনের ওয়ার্মআপ শুরু
করবে বিরোধী জোট। অক্টোবর
থেকে শুরু হবে রাজপথের চূড়ান্ত
আন্দোলন। বর্তমান সরকারের
আমলে একের পর এক
ইস্যুতে আন্দোলনে ব্যস্ত
থাকতে হয়েছে বিএনপিকে। আর
প্রতিটি আন্দোলনেই নির্যাতন-
নিপীড়ন ও জেল-জুলুমের শিকার
হতে হয়েছে দলের
নেতাকর্মীদের।৫ই জানুয়ারির
একতরফা নির্বাচনের পর
আন্দোলনে অনেকটাই
ক্লান্তি নেমে আসে নেতাকর্মীদের।
এ ছাড়া কেন্দ্রীয় নেতাদের গা-
বাঁচিয়ে চলার নীতির
কারণে কর্মীদের
মধ্যে নেমে আসে হতাশাও।
২৯শে ডিসেম্বরের ‘মার্চ ফর
ডেমোক্রেসি’ কর্মসূচিতেই তার
প্রথম প্রকাশ ঘটে।
বিষয়টি বিবেচনায়
নিয়ে নির্বাচনের পরপরই হঠাৎ
করে আন্দোলন
থেকে সরে আসে বিরোধী জোট।
নেতাকর্মীদের বিশ্রাম দিতেই
চলতি বছরের প্রথম ৬ মাস
উল্লেখযোগ্য কোন কর্মসূচিই
দেয়নি বিএনপি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন