বুধবার, ৪ জুন, ২০১৪

বাণিজ্যমন্ত্রীর পিএসের কক্ষে আগুন

নিজম্ব প্রতিকেদক: জাতীয় সংসদ ভবনের
৪৩৩ নম্বর কক্ষের সব আসবাব ও
কাগজপত্র পুড়ে গেছে।
কক্ষটি বাণিজ্যমন্ত্রী তোফায়েল
আহমেদের একান্ত সচিবের (পিএস)।
আজ বুধবার সকালে এ
অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের
নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত
কর্মকর্তা শাহজাদী সুলতানা প্রথম
বলেন, ‘লাগার কারণ বৈদ্যুতিক
গোলযোগ। আটটা ৩২
মিনিটে একটি টিঅ্যান্ডটি নম্বর
থেকে ফোন করে আগুন লাগার খবর
দেওয়া হয়। পরে ফায়ার
সার্ভিসের চারটি ইউনিট
গিয়ে আটটা ৫০ মিনিটে আগুন
নেভায়।
সরেজমিনে দেখা যায়, ওই
কক্ষে থাকা সোফা, টেবিল-
চেয়ার, ওভেন, কম্পিউটার, বুক
শেলফসহ যাবতীয় আসবাব ও
কাগজপত্র পুড়ে গেছে। ওই কক্ষের
পাশের কক্ষটি (৪৩২)
বাণিজ্যমন্ত্রী তোফায়েল
আহমেদের। আগুনে তাঁর কক্ষের
তেমন ক্ষতি না হলেও কার্পেট
পুড়ে যায়। এ ছাড়া আগুনের
তাপে ৪৩৩ নম্বর কক্ষের ওপরের
কক্ষের কম্পিউটারের মনিটর
গলে গেছে এবং অন্যান্য
আসবাবের ক্ষতি হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন