বুধবার, ৪ জুন, ২০১৪

ববিতে শিক্ষার্থীদের ক্লাশ বর্জণ

রিগান, বরিশাল প্রতিনিধি: বরিশাল
বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি ফিসহ
অন্যান্য ফি সংশ্লিষ্ট বিভাগের
অধীনে রাখার দাবিতে ক্লাস
বর্জন শুরু করেছে শিক্ষার্থীরা।
দাবি আদায়ের জন্য দুপুর ১২ টায়
তারা ভিসি অফিস ভবনের মূল
গেটে তালা ঝুলিয়ে দেয়
এবং হানিফ মঞ্চে সমাবেশ করে।
বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয়
ব্যাচের ভতির্র সময়
অর্থনীতি বিভাগের
শিক্ষার্থীদের কাছ থেকে আট
লাখ ২০ হাজার টাকা বিভাগ
উন্নয়ন
ফি হিসেবে বিভাগে জমা হয়।
কিন্তু কয়েকদিন
আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
অর্থনীতি বিভাগের চেয়ারম্যান
জোর্তিময় বিশ্বাস এর
কাছে নোটিশ দিয়ে জানায়,
সংশ্লিষ্ট বিভাগে ৩০ হাজার
টাকা রেখে বাকি টাকা বিশ্ববিদ্যালয়ের
সোনালী ব্যাংকের শাখায়
জমা দিতে ।
এ ঘটনায় ভিসির
বিরুদ্ধে বিভাগীয়
চেয়ারম্যানের
সাথে অসৌজন্যমূলক আচরণের
অভিযোগ এনে ছাত্ররা আজ বুধবার
ক্লাশ বর্জণ শুরু করে। পরে তাদের
সাথে যোগ দেয় অন্যান্য
বিভাগের শিক্ষার্থীরা।
ছাত্রদের
অভিযোগ,বিশ্ববিদ্যালয়ের
খেলাধুলা, মেডিকেল,
সিলেবাস, একাডেমিক
ক্যালেন্ডার, কমনরুম, সাংস্কৃতিক
অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, হল
ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীর কাছ
থেকে টাকা নেয়া হলেও ওই সকল
বিষয়ে কোন কার্যক্রম
বিশ্ববিদ্যালয়ে নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন