লিটন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় পূবালী ব্যাংকের শাখার গ্রিল
কেটে চুরির
চেষ্টা করেছে সংঘবদ্ধ একটি চক্র।
শুক্রবার রাত সাড়ে নয়টার
দিকে গলাচিপা পৌরসভার
আড়তপট্টি এলাকার একটি ভবনের
দোতলায় অবস্থিত
পূবালী ব্যাংকের
গলাচিপা শাখায় এই ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থল থেকে মো. মনিরুল
ইসলাম (৩০)
এবং গলাচিপা পৌরসভার
খেয়াঘাট এলাকায় অবস্থিত
আবাসিক হোটেল সৌরভ
থেকে মো. সুমন নামে (২৮) ওই
চক্রের দুই সদস্যকে আটক
করা হয়েছে। শুক্রবার রাত
সাড়ে নয়টার দিকে ব্যাংকের
নৈশপ্রহরী আবুল লতিফ
শবেবরাতের নামাজ আদায়
করছিলেন। ওই সময় চোরদের সংঘবদ্ধ
একটি দল ব্যাংকের কার্যালয়ের
পশ্চিম পাশের জানালার গ্রিল
কেটে ভেতরে ঢুকে যায়। এ সময়
পাশের একটি ভবনের ছাদ
থেকে এলাকার দুই যুবক ব্যাংকের
জানালা খোলা দেখে এগিয়ে আসে।
তাঁরা ডাক দিলে চোরের দলের
তিন সদস্য ব্যাংকের ভেতর
থেকে বেরিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার
চেষ্টা করে।
এ সময় এলাকাবাসী মো. মনিরুল
ইসলাম নামে এক
জনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
করে। পরে মনিরুলের দেওয়া তথ্য
অনুযায়ী গলাচিপা পৌরসভার
খেয়াঘাট এলাকায় অবস্থিত
হোটেল সৌরভ থেকে মো. সুমন
নামে চোরের দলের অপর এক
সদস্যকে আটক করে পুলিশ।
শনিবার, ১৪ জুন, ২০১৪
পটুয়াখালীর গলাচিপায় পূবালী ব্যাংকে চুরির চেষ্টা, আটক ৪
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন