রবিবার, ২৭ জুলাই, ২০১৪

পবিত্র ওমরাহ পালন করে খালেদা জিয়া ফিরেছেন

নিজম্ব প্রতিবেদক: ওমরাহ পালন করে সৌদি আরব থেকে ফিরেছেন
বিএনপি চেয়ারপারসন
খালেদা জিয়া।
শনিবার রাত ৮টা ২০
মিনিটে এমিরেটস এয়ার লাইন্সের
একটি বিমানে তিনি ঢাকা পৌঁছান।
বিমানবন্দরে এই সময় উপস্থিত ছিলেন
মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ
বিএনপি নেতারা।
এবার ওমরাহ পালনের সময় তারেক
রহমানও মায়ের সঙ্গে ছিলেন।
ফেরার পথে দুবাই পর্যন্ত তারা এক
বিমানে এলেও পরে তারেক
সপরিবারে লন্ডন ফিরে যান
বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান
তারেকের সঙ্গে তার
স্ত্রী জোবাইদা রহমান,
মেয়ে জাইমা রহমানও ছিলেন।
গত ২০ জুলাই সরাসরি মদিনায় যান
বিএনপি চেয়ারপারসন।
সেখানে মহানবী (সা.) এর
রওজা জিয়ারতের পর তিনি মক্কায়
গিয়ে ওমরাহ পালন করেন। শবে কদরের
রাতে মসজিদুল হারামে ইবাদত
বন্দেগি করেন।
দেশে ফেরার পর দলীয়
চেয়ারপারসনকে স্বাগত
জানাতে ঢাকা মহানগর বিএনপির
নতুন আহ্বায়ক মির্জা আব্বাসও
বিমানবন্দরে ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন