সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

ডাক-টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তিমন্ত্রীকে বহিষ্কারে হেফাজতের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক: ডাক টেলিযোগাযোগ ও তথ্য- প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ
সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের
জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে হেফাজতে ইসলাম। ২৪ ঘণ্টার
মধ্যে তাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার
করা না হলে গত বছরের ন্যায়
ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে দলটি। সোমবার গণমাধ্যমে পাঠানো এক
বিবৃতিতে এ আল্টিমেটাম দেওয়া হয়।
বিবৃতিতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, বিশ্বনবী মুহাম্মদ (স.)
পৃথিবীর দেড়শ কোটি মুসলমানের
কাছে নিজের জীবনের চাইতে প্রিয় ব্যক্তিত্ব। তিনি মানবতার মুক্তির দূত
এবং মহান আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। অন্যদিকে হজ মুসলমানদের
প্রধান পাঁচটি মৌলিক ধর্মীয় স্তম্ভের অন্যতম। পবিত্র হজ ও হাজীদের কটাক্ষ
করে মহানবীকে (স.) বিদ্রুপাত্মক ভাষায়
তাচ্ছিল্য করার স্পর্ধা দেখিয়ে বর্তমান
সরকারের মন্ত্রী আবদুল লতিফ
সিদ্দিকী নিউইয়র্কে যে কুরুচিপূর্ণ
বক্তব্য রেখেছেন তা কেবল একজন উগ্র নাস্তিকের পক্ষেই সম্ভব।
অবিলম্বে তাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার
ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার
অভিযোগে গ্রেপ্তারপূর্বক সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন