বরগুনা প্রতিনিধি: জীবিকার তাগিদে মাছ ধরতে আসা বরগুনার বঙ্গোপসাগরের বলেশ্বর ও বিষখালী নদীর মোহনায় গত ৩
সেপ্টম্বর জলদস্যুদের হাতে মুক্তিপণ শর্তে অপহরণ হওয়া ৪৫ জেলের মধ্যে পাথরঘাটার ১০ জেলে গত শনিবার
গভীর রাতে ফিরে এসেছেন।
তবে জীবনের নিরাপত্তার শর্তে ফিরে আসা জেলেরা তাদের নাম বা পরিচয়
বলতে রাজি হয়নি। জেলেরা ১০ লাখ
টাকা মুক্তিপন দিয়ে ফিরে আসার
বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা মৎস্য আড়তদার সমিতির সদস্য মো. ছগীর
হোসেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন