শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪

শেখ হাসিনাই শামীম ও আইভী বিরোধের নেপথ্যে: কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক: কাদের সিদ্দিকী বলেছেন, ‘নারায়ণগঞ্জে একজন পুরুষ ও একজন নারী সন্ত্রাসী রয়েছেন। একজন
শামীম ওসমান, অপরজন মেয়র
সেলিনা হায়াৎ আইভী।
এঁরা দুইজনই আওয়ামী লীগ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে এই
দুজনকে লাগিয়ে রেখে নাটকের
মঞ্চ তৈরি করে রেখেছেন।
মঞ্চের একপাশে বামপন্থী আর
অপর পাশে আওয়ামী লীগের
নেতা-কর্মী। নারায়ণগঞ্জের
মানুষ সে নাটক উপভোগ করছে।’ শুক্রবার বিকেলে শহরের চাষাঢ়া শহীদ মিনারে কৃষক
শ্রমিক জনতা লীগের প্রাথমিক
সদস্য পদ প্রদান কর্মসূচির উদ্বোধন
অনুষ্ঠানের বক্তব্যে কাদের সিদ্দিকী এসব কথা বলেন।
১৯৭১: ভেতরে বাইরে বই লেখার
কারণে এ কে খন্দকারকে পাকিস্তানের
দোসর ও দালাল বলার প্রতিবাদ
জানান কাদের সিদ্দিকী।
তিনি বলেন, ‘এটা ঠিক নয়। কারণ,
এ কে খন্দকার একজন মুক্তিযোদ্ধা। তাঁকে সম্মান দেওয়া উচিত। বই লেখার
কারণে তাঁকে দোসর, কুলাঙ্গার
বলা ঠিক নয়। তবে তাঁর
লেখা বইয়ের সব কিছু সঠিক নয়।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন