রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪

ভোলায় ডুবোচরথেকে ‘কনকচাপা’ উদ্ধার

ভোলা প্রতিনিধি:ভোলা- লক্ষ্মীপুর রুটের ফেরি ‘কনকচাপা’ দীর্ঘ ২৪ ঘণ্টা ডুভোচরে আটকে থাকার পর
উদ্ধার হয়েছে। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে জোয়ার এলে ফেরিটি উদ্ধার হয়।
ভোলার ইলিশা ফেরি ঘাটের এক কর্মকর্তা জানান- কয়েক দফা চেষ্টা চালিয়েও
ডুবোচরে আটকা থাকা ফেরি কনকচাপা উদ্ধার করা সম্ভব হয়নি। ফেরিতে ২টি বাসসহ ১৪টি যানবাহন ছিলো।
পরে ভোর সাড়ে ৪টার দিকে জোয়ার
এলে ফেরিটি পানি ভেসে উঠে।
এরপর সেটি ইলিশা ঘাটে এসে পৌঁছায়।
এখন আর কোনো সমস্যা নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন