মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৪

বরিশালে টিআইবির মানববন্ধন

রিগান, বরিশাল প্রতিনিধি: বরিশালে মানবন্ধন করেছে সচেতন নাগরিক
কমিটি (সনাক)। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের
আয়োজনে মঙ্গলবার সকাল দশটায়
অশ্বিনী কুমার হলের সামনে এই
কর্মসূচি অনুষ্ঠিত হয়। এখানে বক্তারা বলেন, আজ নিউইয়র্কে জাতিসংঘ
মহাসচিবের উদ্যোগে ক্লাইমেট
সামিট অনুষ্ঠিত হচ্ছে। যেখানে ১২৫ টি দেশের রাষ্ট্র প্রধান থেকে প্রতিনিধিরা অংশ
নিচ্ছেন। তাই আমরা বলতে চাই
কারো অনুগ্রহ নয়; আমাদের
দেশকে জলবায়ুর বিরূপ প্রভাব
থেকে রক্ষা করতে সমন্বিত
ব্যাবস্থা গ্রহণ করতে হবে। টেকসই
উন্নয়নের জন্য আর নাগরিকদের
টিকে থাকার কথা চিন্তা করেই
বাংলাদেশের জন্য কার্যকর
পদক্ষেপ নেওয়ার আহবান করেন
বক্তারা।
সচেতন নাগরিক কমিটির
সভাপতি প্রফেসর এম মোয়াজ্জেম
হোসেনের সভাপতিত্বে এখানে বক্তব্য
রাখেন, মুক্তিযোদ্ধা আক্কাস
হোসেন, সনাক সদস্য শুভঙ্কর
চক্রবর্তী, স্বজন সদস্য ডা. সৈয়দ
হাবিবুর রহমান, জাহানারা বেগমসহ
অনন্যরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন