শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪

শিক্ষকদের পেশার প্রতি মনোযোগী হতে হবে-চিফ হুইপ

লিটন, পটুয়াখালী প্রতিনিধি: জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ বলেছেন- শিক্ষকদের পেশার প্রতি মনোযোগী ও দায়বদ্ধ হতে হবে।
শনিবার সকাল ১০ টায় পটুয়াখালী জেলা পরিষদ মিলনায়তনে জিপিএ-৫ প্রাপ্ত
শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক খান মোশররফ
হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য লুৎফুন্নেছা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক অমিতাভ সরকার ও পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বৃত্তিপ্রাপ্ত
শিক্ষার্থীদের পক্ষে মরিয়ম আক্তার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট তাবিকুজ্জামন মিন,
মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
এ বছর জেলার জিপিএ-৫ প্রাপ্ত
মোট ২০২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
করে পটুয়াখালী জেলা পরিষদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন