মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪

কলাপাড়ায় লক্ষাধিক টাকার কারেন্টজাল আটক

কলাপাড়া প্রতিনিধি: উপকূলীয় এলকা কুয়াকাটার বঙোপসাগরের হাইর
সংলগ্ন অন্তত ৭০ কিলোমিটার পূর্বে বিশেষ অভিযান চালিয়ে জেলেসহ দুইটি মাছধরা ট্রলার আটক করেছে কলাপাড়া উপজেলা মৎস্য ও কোষ্টগার্ড সদস্যরা। গতকাল সোমবার দুপুরে এ অভিযান চালানো হয়। ওইদিন বিকালে আটক করা জেলেদের
কোষ্টগার্ড নিজামপুর কন্টিনজেন্টে নিয়ে আসা হলে  নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.
জাহাঙ্গীর হোসেনের ভ্রাম্যমান আদালত প্রত্যেক জেলেকে একবছর করে সশ্রম
কারাদন্ড দেন। এরা হলেন কাওসার, আনিস, নাসির, বেল্লাল,ফোরকান,
লালমিয়া,বেল্লাল ভুইয়া, শাহাদাত ও বেছুমিয়া। তাদের বাড়ি রাঙ্গাবালী উপজেলার মৌডুবি গ্রামে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন