শনিবার, ১৮ অক্টোবর, ২০১৪

মাদারীপুরে দোকানে চুরি

জেএম,মাসুদ ।। মাদারীপুর উপজেলার
মস্তফাপুর বাজারে শুক্রবার গভীর
রাতে নিউ টেলিকম দোকানে চুরি করে নগদ ১ লাখ টাকাসহ অনেক মালামাল
নিয়ে গেছে চোরেরদল। স্থানীয়  দোকানের  সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ১২টা দিকে দোকানের কাজ শেষ করে প্রতিদিনের
মতো তালা লাগিয়ে পাশেই বাড়িতে চলে যায় রুহুল আমিন। কিন্তু শনিবার সকালে দেখে দোকানের তালা ভাঙ্গা। এসময় চোরেরদল দোকানে থাকা নগদ ১ লাখ
টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মোবাইল সেট, মেমোরী কার্ড, মোবাইল ফোনের ১৫ হাজার টাকার রির্চাজ কার্ড
নিয়ে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন