মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪

বরিশালে ৩ টনঅবৈধ পলিথিন জব্দ

রিগান,বরিশাল প্রতিনিধি: মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর বাজার রোডে অভিযান চালিয়ে তিন টন অবৈধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তরের
কর্মকর্তারা। পলিথিন মজুদ করার অভিযোগে চার ব্যবসায়ীর কাছ থেকে ৯৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুকুমার বিশ্বাস জানান, বাজার
রোডে ব্যবসায়ীরা অবৈধ পলিথিন মজুদ করার খবর পেয়ে তারা অভিযান
চালিয়ে মেসার্স আব্দুর রাজ্জাক
ভবনের ৬টি গুদাম থেকে তিন টন
পলিথিন জব্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা অবৈধ পলিথিন রাখার দায়ে মীর ব্রাদার্সের স্বত্তাধিকারী কাঞ্চন মিয়াকে ২০ হাজার টাকা, মা লক্ষ্মী ভাণ্ডারের রাম
সাহাকে ৫০ হাজার টাকা, বিজয় দাসকে ২০ হাজার এবং অসীম সাহাকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন