রবিবার, ১২ অক্টোবর, ২০১৪

বরিশালের গৌরনদীতে গৃহবধূকে গণধর্ষন

রিগান,বরিশাল প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার বাকাই বাজারে ঋন
দেয়ার কথা বলে গত শনিবার রাতে এক
গৃহবধূকে গণধর্ষন করেছে আওয়ামীলীগ
নেতা ও সাবেক ইউপি সদস্য আশরাফ হোসেন ও তার সহযোগীরা। এ ঘটনায় আজ রবিবার গৌরনদী থানায়
মামলা দায়েরের পর পুলিশ প্রধান
ধর্ষককে গ্রেপ্তার করেছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল প্রেরণ করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান,
গৌরনদী উপজেলার খাঞ্জাপুর
ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক
সাধারন সম্পাদক ও খাঞ্জাপুর
ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ডুমুরিয়া গ্রামের মৃত মফেজ
সরদারের পুত্র আশরাফ হোসেন (৪২)
বাকাই বাজারে আলোর দিশারী ঋনদান সমিতির অফিস স্থাপন করে।
আশরাফ হোসেন গৃহবধূকে ৩০
হাজার টাকা ঋন দেওয়ার
কথা বলে গতকাল শনিবার বিকেল
৫টায় তার বাকাই বাজারের
আলোর দিশারী অফিসে কার্যালয়ে ডেকে পাঠান। এক পর্যায়ে রাত সাড়ে ৮টায়
অফিস কক্ষের দরজা বন্ধ
করে আশরাফ হোসেন জোর পূর্বক
গৃহবর্ধকে ধর্ষণ করে। ধর্ষিত গৃহবধূ
অভিযোগ করেন, আশরাফ
তাকে ধর্ষণ করার পর আটকে রাখে।
এবং শনিবার রাত আনুমানিক
আড়াই টায় আশরাফ হোসেন (৪২) ও
তার অজ্ঞাতনামা ৪/৫জন
সহযোগী তাকে (ধর্ষিতাকে) কক্ষ
থেকে বের
করে পাশ্ববর্তি একটি নির্জন
বাগানে নিয়ে পুনরায় আশরাফ
হোসেন ও তার ৫ সহযোগীরা তাকে উপর্যপুরি ধর্ষণ করে
গৌরনদী থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) আবুল কালাম
জানান, গৃহবধূ ধর্ষনের ঘটনায়
ধর্ষিতা বাদি হয়ে আশরাফ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন