শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

কলাপাড়ায় গৃহবধুর লাশ উদ্ধার


কলাপাড়া প্রতিনিধি(পটুয়াখালী): পটুয়াখালী জেলার কলাপাড়ার লতাচাপলী ইউনিয়নের পুর্ব আলীপুর গ্রামের একটি পুকুর থেকে তিন সন্তানের জননী শাহীনুর বেগমের (৩৩) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১০টায় লাশটি উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ শাহীনুরের লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেন। নিহত গৃহবধুর স্বামী রফিকুল ইসলাম দাবি করেন, গোসল করতে গিয়ে পুকুরে ডুবে যেতে পারে। কলাপাড়া থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে গৃহবধুর স্বামী-শাশুড়ি সেলিনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন