শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০১৫

পৌরসভা নির্বাচনে ‘মনিটরিং সেল’ গঠন করবে বিএনপি


নিজস্ব প্রতিবেদক: নির্বাচন তদারকির জন্য কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ে‘মনিটরিং সেল’ গঠন করবে বিএনপি। বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন তদারকিতে কেন্দ্র ও সাত বিভাগে পর্যবেক্ষণ সেল গঠন করা হবে। তিনি বলেন, “পৌর নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা একেবারেই নেই বলে স্থায়ী কমিটি মনে করছে। যেহেতু বিএনপি একটি গণতান্ত্রিক দল, গণতন্ত্রকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেহেতু বিএনপি এই নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি কেন্দ্রীয় নির্বাচন মনিটরিং সেল গঠন করবে। সেই সঙ্গে প্রতিটি বিভাগে একটি করে বিভাগীয় মনিটরিং সেল গঠন করা হবে। প্রত্যেকটি জেলা ও উপজেলা কমিটিকে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হচ্ছে।” এক বছরের বেশি সময় পর বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির এই বৈঠক বসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন