সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

রিজভী কারামুক্ত


সোনালী ডেস্ক: গাজীপুর কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সন্ধ্যায় তিনি মুক্তি পান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, কারাগার থেকে ছাড়া পেয়ে রিজভী ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। আজ রাতে তিনি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। কাশিমপুর কারাগার পাট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, আজ দুপুরে রিজভীর জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে সন্ধ্যা ৫টার পর তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এ সময় রিজভীর স্ত্রী ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন