বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

নারীকে তার নিজের ভাগ্য গড়ে নিতে হবে:প্রধানমন্ত্রী


সোনালী ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বলেন, বেগম রোকেয়ার স্বপ্ন আজ বাস্তবে রূপ নিতে শুরু করেছেন। আজ আজ অনেক বাধা বিপত্তি পেরিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের মেয়েরা আজ স্বাবলম্বী হয়ে সমাজে নিজেদের জায়গা করে নিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, নারীরা যাতে প্রতিটি ক্ষেত্রে নিজ নিজ অবস্থানে দৃঢ়ভাবে থাকতে পারেন সে চেষ্টা আমরা করে যাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা আমাদের পথ দেখিয়ে গেছেন। স্বাধীনতার পর জাতির পিতা নারীদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করেন। চাকরির ক্ষেত্রে তিনি মেয়েদের জন্য কোটার ব্যবস্থা করেছিলেন। সব সময় তিনি একটি কথা বলতেন, ‘একটা মেয়ে যখন টাকা আয় করে বাড়িতে ফেরে তখন তার কথার একটা দাম থাকে’। আজ সেই অবস্থা সৃষ্টি করার সুযোগ এসেছে। প্রধানমন্ত্রী বলেন, নারীকে তার নিজের ভাগ্য গড়ে নিতে হবে। আজ মঙ্গলবার বেগম রোকেয় দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।তিনি বলেন, এইতো কিছু দিন আগেও মেয়েদের ফুটবল খেলা নিয়ে প্রবল বাধার মুখে পড়তে হয়েছে।শেষ পর্যন্ত মেয়েরা এখন খেলতে পারছেন ।এখন আর কোনো বাধা নেই। তিনি বলেন, আমরাই অর্থাৎ আওয়ামী লীগ সরকাই প্রথম নারীকে সচিব পদে নিয়োগ দেয়। সংসদে সংরক্ষিত নারী আসনে মহিলাদের নিয়ে আসা ছাড়াও এখন বেশ কয়েকজন এখন নারী সচিব পদে কাজ করছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন