সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫

সেনা মোতায়েনের দাবি জানালেন খালেদা জিয়া


। নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পৌর নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন। তিনি ভোটারদের দলে দলে ভোটকেন্দ্রে হাজির হয়ে সর্বশক্তি দিয়ে ভোটের মর্যাদা রক্ষায় আপ্রাণ চেষ্টা করার আহ্বান জানান। সোমবার(২৮ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সকাল ৯টার মধ্যে ভোট সম্পন্ন হয়ে যাবে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের (জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ) এমন কথা প্রমাণ করে ভোট কতটা সুষ্ঠু হবে। স্থানীয় সরকারের এই নির্বাচনে অংশ নিতে বাধা পাওয়ার অভিযোগ তুলে খালেদা বলেন, “নানা ধরনের চাপ ও ভয়ভীতি দেখিয়ে অনেক জায়গায় বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেয়া হয়নি, প্রত্যাহারেও বাধ্য করা হয়েছে। “সেনা মোতায়েনের দাবি করেছি। নির্বাচনে কমিশন বলেছে, সে ধরনের পরিস্থিতি না কি সৃষ্টি হয়নি। আমরা জানি না, আর কত ভয়াবহ পরিস্থিতি হলে সেনা মোতায়েনের পরিস্থিতি সৃষ্টি হবে।” “তবে আমরাও নির্বাচনী যুদ্ধে শেষ পর্যন্ত অবিচল থাকার সিদ্ধান্ত নিয়েছি,” দলের সিদ্ধান্ত জানান বিএনপি চেয়ারপার্সন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন