সেনালী ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান
এইচ এম এরশাদ বলেছেন, “আমি যে
সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তে
অটল আছি। মরার আগ পর্যন্ত অটল
থাকব।” মঙ্গলবার জাতীয় সংসদ
ভবনে বিরোধী দলের সভাকক্ষে
দলের সংসদীয় দলের বৈঠক শেষে
এরশাদ এ কথা বলেন। মঙ্গলবার
দুপুরে এরশাদ সংবাদ সম্মেলন করে
দলের মহাসচিব জিয়াউদ্দিন
আহমেদ বাবলুকে বাদ দিয়ে রুহুল
আমিন হাওলাদারকে নতুন মহাসচিব
নিয়োগ দেন। তার এই সিদ্ধান্ত
দলের সংসদীয় দল প্রত্যাখ্যান করে
বলে জানান চিফ হুইপ তাজুল
ইসলাম। বিরোধীদলীয় নেতা রওশন
এরশাদের সভাপতিত্বে সংসদীয়
দলের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বিকেলে সংসদীয় দলের বৈঠকে
হাজির হন এরশাদ, তিনি নিজেও
বর্তমান সংসদের বিরোধী দলের
সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ
হাসিনার বিশেষ দূত। বৈঠক শেষে
সংসদ থেকে বেরিয়ে যাওয়ার সময়
সংসদের গেটে সাংবাদিকদের
কাছে এ কথা বলেন। এ সময় তার
পাশে ছিলেন বিরোধীদলীয় চিফ
হুইপ তাজুল ইসলাম। তিনি
সাংবাদিকদের কাছে দাবি করেন,
এর আগে তিনি সিদ্ধান্ত
প্রত্যাখ্যানের কথা বলেননি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন