বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮

ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মোশারেফ হোসেন নিখোঁজ

জুয়েল ঢাকা থেকে।। ঢাকা-৭ (লালবাগ ও চকবাজার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মোশারেফ হোসেন খোকনকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার সন্ধ্যায় দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আজ (২৮ নভেম্বর) দুপুরে মনোনয়নপত্র দাখিল করে বাসার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর থেকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নেওয়ার পরও তার (খোকন) কোনো হদিস পাওয়া যাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী সবার সামনে তাকে তুলে নিয়ে গেছে করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন