রবিবার, ২ মার্চ, ২০১৪

পটুয়াখালীতে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখা প্রতিনিধি: টুয়াখালী শহরের
নবাবপাড়া এলাকার
একটি ছাত্রাবাস
থেকে সরকারি কলেজের এমএ প্রথম
বর্ষের মেধাবী ছাত্র হাসান
চৌকিদারের ঝুলন্ত লাশ উদ্ধার
করেছে সদর থানা পুলি
বুধবার বেলা ১১টার
দিকে লাশটি উদ্ধার
করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল
মর্গে পাঠিয়েছে পুলিশ।
হাসান সদর উপজেলার দক্ষিন
ধরান্দি গ্রামের মোঃ হাবিবুর
রহমান চৌকিদারের পুত্র।
সদর থানা পুলিশের উপ-পুলিশ
পরিদর্শক (এসআাই) মোঃ মাসুদ
জানান, এলাকাবাসীর সংবাদের
ভিত্তিতে পুলিশ গিয়ে তার লাশ
উদ্ধার করা হয়েছে। গলায়
গামছা জেড়িয়ে ঘরের আড়ার
সাথে ঝুলে হাসান
আত্মহত্যা করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন