চলমান উপজেলা নির্বাচন সুষ্ঠু
হচ্ছে বলে দাবি করে শিল্পমন্ত্রী আমির
হোসেন আমু বলেছেন, ‘সরকার
উপজেলা নির্বাচনে হস্তক্ষেপ
করলে কোনো উপজেলায় বিএনপির
প্রার্থীরা বিজয়ী হতে পারতো না।
বিএনপির প্রার্থীদের বিজয়
বলে দিচ্ছে প্রধানমন্ত্রী শেখ
হাসিনার
অধীনে প্রতিটি ক্ষেত্রেই অবাধ ও
সুষ্ঠু নির্বাচন সম্ভব।’
শিল্পমন্ত্রী বলেন, ‘বিএনপি-
জামায়ত এখন সরকারের
দেখানো পথে হাটছে। বিএনপি ও
তাদের বুদ্ধিদাতা জামাত
নাকে খত
দিয়ে উপজেলা নির্বাচনে অংশ
নিচ্ছে।’
আমু আরো বলেন, ‘বিএনপি নেত্রী ও
তার দলের নেতারা যে কথায় কথায়
মিথ্যে কথা বলেন আবারো তার
প্রমান
মিলেছে উপজেলা নির্বাচনের
ফলাফলে। জনপ্রিয়তা হারানোর
ফলে বিভিন্ন
স্থানে বিএনপি সমর্থিত
চেয়ারম্যান প্রার্থীরাও পরাজিত
হচ্ছে। কিন্তু এ পরাজয়
মেনে নিতে না পেরে নির্বাচনে কারচুপি হচ্ছে এমন
অভিযোগ তুলছেন
বিএনপি নেতারা।’
শনিবার বরিশাল
সরকারি মহিলা কলেজের বার্ষিক
ক্রীড়া প্রতিযোগীতার
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্যে তিনি এসব
কথা বলেন।
শনিবার, ১ মার্চ, ২০১৪
‘বিএনপি প্রার্থীদের জয়ই নির্বাচন সুষ্ঠু হওয়ার প্রমাণ’
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন