বগুড়ায় আদমদীঘিতে সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকের ভল্ট থেকে টাকা লুটের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ ঘটনায় ব্যাংকের আদমদীঘি শাখার ব্যবস্থাপক শামছুদ্দীন শরিফ ও ক্যাশিয়ার আজাহারুল ইসলামকে বগুড়ার প্রিন্সিপাল অফিসে বদলি করা হয়েছে।
সোনালী ব্যাংক বগুড়া জোনের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস ছামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনা তদন্তে রাজশাহী জোনের মহাব্যবস্থাপক (জিএম) এ টি এম আফজাল হোসেনের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের উপ-মহা ব্যবস্থাপক (ডিজিএম) মুর্তজা আলীর নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আরেকটি কমিটি করা হয়েছে।
ছামাদ বলেন, “তদন্ত দলগুলো ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে কাজ শুরু করেছে।”
তিনি বলেন, কোনো বিশেষ কারণ ছাড়াই ব্যাংক ডাকাতি ঘটনায় আদমদীঘি শাখার ব্যবস্থাপক শামছুদ্দীন শরিফ ও ক্যাশিয়ার আজাহারুল ইসলামকে বগুড়ার প্রিন্সিপাল অফিসে বদলি করা হয়।
আদমদীঘি থানার ওসি নজরুল ইসলাম জানান, টাকা লুটের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রোববার সকাল পর্যন্ত ১৩ জনকে আটক করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন