রবিবার, ৯ মার্চ, ২০১৪

বাউফল উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ

বাউফল প্রতিনিধি: আগামী ২৩ মার্চ অনুষ্ঠিতব্য বাউফল উপজেলা পরিষদ
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের
মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
গতকাল শুক্রবার বাউফল
উপজেলা নির্বাচনে চেয়ারম্যান,
ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস
চেয়ারম্যান পদে ১০ প্রার্থীর
মধ্যে প্রতীক বরাদ্দ দেন নির্বাচনের
জেলা রিটার্নিং অফিসার ও
উপজেলা প্রশাসক । বাউফল
উপজেলা পরিষদ
নির্বাচনে চেয়ারম্যান
প্রার্থী আলহাজ্ব ইঞ্জি. মজিবুর রহমান
ঘোড়া, তসলিম তালুকদার আনারস,শহিদুর
রহমান তালুকদার দোয়াত কলম
মার্কা বরাদ্দ দেয়া হয়েছে। ভাইস
চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আবদুর
রশিদ টিয়া ,মোশারেফ হোসেন খান
চশমা ,হুমায়ন কবির টিউবয়েল, রেজাউল
কামাল পল্টু তালা ,আবুল হোসেন
সালাম ফুটবল মার্কা বরাদ্দ
দেয়া হয়েছে। । মহিলা ভাইস
চেয়ারম্যান রেহেনা মোতালেব
কলশ ,নাজমুর নাহার নাজু
প্রজাপতি মার্কা বরাদ্দ
দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন