পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলার ৪টি উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।
পটুয়াখালী সদর উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী তানিমুজ্জামান মনি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপি সমর্থিত প্রার্থী শাহাদাত হোসন মৃধাকে ৪০ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। মনি পেয়েছেন ৬২ হাজার ৬২৯ ভোট। শাহাদাত হোসেন পেয়েছেন মাত্র ১৯ হাজার ২৯৪ ভোট।
গলাচিপা উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামসুজ্জামান লিকন। তিনি পেয়েছেন ৩৯ হাজার ৩১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুস সাত্তার হাওলাদার পেয়েছেন ৩৪ হাজার ৪৭১ ভোট।
মির্জাগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খান মো. আবু বকর দুই হাজার একশ ভোটের ব্যবধানে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি ১৬ হাজার ৩১৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী শাহবুদ্দিন নান্নু।
বাউফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মুজিবুর রহমান এক লাখ ১২ হাজারের বেশি ভোটের ব্যবধানে বিএনপির বিদ্রোহী প্রার্থী তসলিম তালুকদারকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মুজিবুর রহমান পেয়েছেন এক লাখ ২৫ হাজার ৭৭০ ভোট, আর তসলিম তালুকদার পেয়েছেন ১৫ হাজার ৩৬০ ভোট।
মঙ্গলবার, ২৫ মার্চ, ২০১৪
পটুয়াখালীর ৪ উপজেলায় আ.লীগ প্রার্থীর জয়
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন