ক্রীড়া প্রতিবেদক: মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সুপার টেনে স্বাগতিকদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ শিরোপাধারী ওয়েস্ট ইন্ডিজ। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।
২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচই মুশফিকুর রহিমদের অনুপ্রেরণা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। সমান দু'টি জয় দুই দলেরই।
এবার এগিয়ে যেতে চান জানিয়ে মুশফিক বলেন, “আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে, যত বড় দলই হোক লড়াই করা সম্ভব। ঘরের মাঠে যে কোনো দলকে আমরা হারাতে পারি। অন্তত প্রতিটি দলের সঙ্গে লড়াই করতে চাই আমরা।”
ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ সফরে এক/দুই রান আটকে দিয়ে সাফল্য পেয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচে একই কৌশল নিয়ে সাফল্য পেয়েছে ভারতও। পরীক্ষিত এ কৌশল আবার কাজে লাগানোর ইঙ্গিত দিলেন মুশফিক।
“আমরা তাদের শক্তি-দুর্বলতা জানি। ওরা বিগ শট খেলতে পছন্দ করে, প্রান্ত বদল করে খেলে না। এ নিয়ে আমাদের একটা পরিকল্পনা আছে। তবে তার জন্য ভাল বল করতে হবে। উইকেট সাহায্য করলেই যে ওরা ১২০/১৩০ করবে এমন নয়, ভাল বোলিংও করতে হবে।”
সীমিত ওভারের ক্রিকেটে লক্ষ্য তাড়া করতেই পছন্দ করে বাংলাদেশ। মিরপুরে সাত ম্যাচের ছয়টিতে প্রথমে ব্যাট করা দল হেরেছে। তাই টস জিতলে লক্ষ্য তাড়া করবে স্বাগতিকরাও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন