শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪

বরিশালে কীর্তনখোলার ভাঙন রোধের দাবিতে মানববন্ধন

রিগান,বরিশাল প্রতিনিধি : কীর্তনখোলা নদীর ভাঙন রোধ করে সদর উপজেলার
চরবাড়িয়া ইউনিয়নবাসী এবং শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার দাবিতে মানববন্ধন
করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায়
কীর্তনখোলার তীরে চরবাড়িয়া এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপি এই
মানববন্ধনে নদী ভাঙনের হুমকির
মুখে থাকা দুটি শিক্ষা প্রতিষ্ঠানের
কয়েক শ’ শিক্ষার্থী সহ সহস্রাধিক
মানুষ অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা জানান,
কীর্তনখোলা নদীতে ইউনিয়নের
প্রায় ৪০০ একর
জমি নদীগর্ভে চলে গেছে।
সম্প্রতি ইউপির উত্তর
লামচরি পোটকার চর এলাকার এক
রাতে শতাধিক ঘর
নদীতে চলে গেছে।
বর্তমানে তিন শতাধিক পরিবার
গৃহহীন হয়ে বাঁধের উপর ঝুপড়ি ঘর
তৈরি করে বসবাস করছে।
বক্তারা অবিলম্বে কীর্তনখোলা নদীর ভাঙন
প্রতিরোধে সরকারকে যথাযথ
ব্যবস্থা নেয়ার দাবি জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন