বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০১৪

'বরিশালের রাস্তায় ‘চার ছক্কা হই হই’


রিগান,বরিশাল প্রতিনিধি: বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টা। বরিশাল নগর ভবনের মোড়ে হঠাৎ রাস্তার মাঝে এক তরুণী নাচতে শুরু করলো। তাঁর সাথে নাচে যোগ
দিল আরো কিছু তরুণ-তরুণী।
সাথে সাথে বেজে উঠল, ‘চার
ছক্কা হই হই, বল গড়াইয়া গেল কই’।
পথচারীরাও মুগ্ধ হয়ে তাদের
ঘিরে ধরল। মুহূর্তেই নগরীর ব্যস্ততম
রাস্তাটি পরিণত হল উৎসব আর
নাচের স্টেজে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন