রিগান, বরিশাল প্রতিনিধি : দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ দীঘি দূর্গাসাগরকে বিশেষ পর্যটন
জোন করা হবে বলে জানিয়েছেন
বেসামরিক বিমান ও পর্যটন
মন্ত্রী রাশেদ খান মেনন।
এছাড়া বরিশাল
নগরীতে একটি পর্যটন মোটেল
স্থাপনেরও কাজ
চলছে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার বিকেলে বরিশাল
জেলা প্রশাসকের সম্মেলন
কক্ষে অনুষ্ঠিত ‘বৃহত্তর
বরিশালে পর্যটন শিল্পের উন্নয়ন’
শীর্ষক এক মতবিনিময় সভায়
মন্ত্রী এসব কথা বলেন।
সভায় রাশেদ খান মেনন বলেন,
‘বরিশালসহ দক্ষিণাঞ্চলের পর্যটন
সম্ভাবনার সুযোগ
অতীতে কাজে লাগানো হয়নি।
বরিশাল নগরীকে পর্যটনের
কেন্দ্রবিন্দু করে সাগর সৈকত
কুয়াকাটা, টেংরাগিরি,
গঙ্গামতি, দূর্গাসাগর সহ
সবগুলো পর্যটন স্পটের জন্য মাষ্টার
প্লান তৈরি প্রক্রিয়াধীন
অবস্থায় রয়েছে।’
মন্ত্রী বলেন ‘পর্যটন শুধু বিনোদনই নয়
বরং এর মাধ্যমে রাজস্ব আয় করাও
সম্ভব। মালদ্বীপ ও মালয়েশিয়ার
মত দেশও পর্যটন শিল্পের উন্নয়ন
করে অর্থনৈতিক সমৃদ্ধি পেয়েছে।
আমাদেরও পর্যটন শিল্পের
উন্নয়নে পরিকল্পিতভাবে আগাতে হবে।
এ জন্য কুয়াকাটার যোগাযোগ
ব্যবস্থা উন্নয়ন,
বিমানবন্দরকে আধুনিকায়ন ও
দূর্গা সাগরকে আরো নান্দনিক
করা হবে।’
তিনি আরো বলেন,
‘ইতোমধ্যে বিমান বন্দরের জন্য ৫৬৮
কোটি টাকা বরাদ্ধ করা হয়েছে।
আগামী জুন-জুলাইয়ের
মধ্যে বরিশাল-ঢাকা আকাশ
পথে বাংলাদেশ বিমানের
ফ্লাইট চালু করা হবে।
এছাড়া বরিশাল
নগরীতে একটি পর্যটন মোটেল
স্থাপন এবং দুর্গাসাগরে বিশেষ
পর্যটন জোন করার কাজ চলছে।’
এ সময় মন্ত্রী দক্ষিণাঞ্চলের পর্যটন
শিল্পের বিকাশের জন্য এ
অঞ্চলের জনপ্রতিনিধিদের
আরো উদ্যোগী হওয়ার আহ্বান
জানান।
তিনি বলেন, ‘গোটা বরিশাল
বিভাগের পর্যটন
স্পটগুলো যাতে মাত্র ৩ দিনের
প্যাকেজের
মাধ্যমে ঘুরে বেড়ানো যায় সেই
ব্যবস্থাই করা হচ্ছে।’
রাশেদ খান মেনন বলেন,
‘আমি বরিশালে ভোট
দিতে এসেছি। এর
ফাঁকে আপনাদের
(সরকারী কর্মকতা) সাথে কাজও
করে নিলাম।’
শনিবার, ১৫ মার্চ, ২০১৪
দূর্গাসাগরকে বিশেষ পর্যটন জোন করা হবে: মেনন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন