নিজম্ব প্রতিবেদক : নির্বাচনে ভোট দিচ্ছেন ৪১ জেলার ৮১টি উপজেলার অধিবাসী।
আজ শনিবার সকাল ৮টায় কেন্দ্রগুলোতে ভোট নেয়া শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে এসব উপজেলায় প্রার্থী হয়েছেন ১১শ' জনের বেশি। তাদের মধ্যে থেকে ২৪৩ জনকে নির্বাচিত করবেন ১ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ১৩ ভোটার।
তৃতীয় ধাপে ৪২ জেলার ৮৩ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা হলেও দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের কারণে গাজীপুরের শ্রীপুরে নির্বাচন স্থগিত করা হয়েছে। এছাড়া সীমানা সংক্রান্ত জটিলতায় আদালতের নির্দেশে সিলেটের ফেঞ্চুগঞ্জে নির্বাচন স্থগিত রাখা হয়েছে।
উপজেলার এই নির্বাচন দলনিরপেক্ষ হলেও রাজনৈতিক দলগুলোর সমর্থনে প্রার্থী হওয়ায় এ নিয়ে উত্তাপ ছড়িয়েছে জাতীয় পর্যায়েও। ক্ষমতাসীনরা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কথা বললেও উল্টো দাবি বিএনপির- ‘প্রভাব বিস্তার করছে সরকার’।
জয়-পরাজয়ের হিসাবে এ পর্যন্ত বিএনপি সমর্থিত প্রার্থীদের পাল্লা ভারী। দুই পর্ব মিলিয়ে ক্ষমতাসীন দল সমর্থিত চেয়ারম্যানের সংখ্যা ৮২ জন। আর বিএনপি সমর্থিত চেয়ারম্যানের সংখ্যা ৯৮ জন।
সহিংসতার মধ্যে দশম সংসদ নির্বাচনের দুই মাসের মধ্যে উপজেলা পরিষদের প্রথম দুই ধাপের নির্বাচনে ৬২ শতাংশের বেশি ভোট পড়ে। এবারও ভালো ভোটার উপস্থিতির আশা করছে ইসি।
শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে এরইমধ্যে নির্বাচনী এলাকাগুলোতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল শুরু করেছে সেনাবাহিনী। নির্বাচনের আগে ও পরে মোট পাঁচদিন মাঠে থাকবে তারা।
এছাড়া মোবাইল ফোর্স হিসেবে পর্যাপ্ত সংখ্যক র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকছে।
vote.jpgকোথাও কোথাও সহিংসতার আশঙ্কার পাশাপাশি ক্ষমতাসীনদের প্রভাব বিস্তারের অভিযোগ উঠলেও সিইসির রুটিন দায়িত্বে থাকা জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুল মোবারক জানিয়েছেন, ভোটের পরিবেশ নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন