মঙ্গলবার, ১৮ মার্চ, ২০১৪

নির্ভয়ে ভোট প্রদানের দাবীতে মানববন্ধন

বাউফল প্রতিনিধি :  শান্তি পূর্ণ পরিবেশে নিজের ভোট নিজ হাতে দেয়ার
স্বার্থে রবিবার বাউফল রির্পোটার্স
ইউনিটির সামনে মানববন্ধন অনুষ্ঠিত
হয়েছে। ২৩ মার্চ ৪র্থ
দফা উপজেলা পরিষদ
নির্বাচনে নির্ভয়ে ভোট দানের
দাবিতে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাউফল উপজেলার সাধারণ ভোটারের
আয়োজনে ওই মানববন্ধনের
ব্যানারে লেখা ছিল ‘ভয় ভীতি আর
ভাল লাগে না, আমরা শান্তিপূর্ণ
পরিবেশে ভোট দিতে চাই এই
দাবিতে মানববন্ধন। শ্লোগান ছিল
‘প্রকাশ্য ব্যালটে নয়, গোপন
কক্ষে আমার ভোট আমি দিতে চাই,
চাই প্রশাসনের সহায়তা।’
এদিকে প্রশাসনের
সহায়তা চেয়ে উৎসুক ভোটাদের ওই
মানববন্ধন নিয়ে উপজেলা সদরসহ
বিভিন্ন এলাকার সুশিল সমাজ ও
ভোটারদের মধ্যে চলছে ব্যাপক
আলোচনা, তেমনি প্রার্থীদের কর্মী-
সমর্থকদের মধ্যে চলছে তোলপাড়।
মানববন্ধনে অংশ নেয়া উপজেলার
নাজিরপুর এলাকার ডালিমা গ্রামের
আব্দুল হাই নামের এক ভোটার বলেন,
‘আমি আমার ভোট, আমি দিতে চাই।
কিন্তু আমাকে এবং আমার পরিবারের
সদস্যদের ভোট দিতে ভোট
কেন্দ্রে যেতে নিষেধ করা হচ্ছে।
আমার এলাকার অনেকেরই এমন
অভিযোগ। এজন্য আমার দাবি ভোট
দেয়ার জন্য প্রশাসনের পর্যাপ্ত
নিরাপত্তা।’ মানববন্ধনে অংশ
নেয়া দাশপাড়ার গ্রামের রফিকুল
ইসলাম বলেন, ‘যেভাবে ভয়
ভীতি দেখানো হচ্ছে তাতে আমার
ভোট আমি দিতে না পারলে এই ভোট
দিয়ে কি হবে।’ বড় ডালিমা গ্রামের
মো. মহিবুল ইসলাম বলেন,
‘আপনারা তো আমাদেরকে ভোট
দিবেন দিবেন আর ভোট
কেন্দ্রে যাওয়ার দরকার নাই। আবার
কাউকে ভোট কেন্দ্রে গিয়ে ব্যালট
পেপার টেবিলের ওপর রেখে সিল
দেয়ার জন্য বলা হচ্ছে।’

ব্যাপারে সহকারী রির্টানিং অফিসার
ও বাউফল
উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও)
বলেন, ‘মানববন্ধন হয়েছে শুনেছি।
আমরা সকলেই চাই নিরপেক্ষ নির্বাচন।’
শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন
প্রসংগে জেলা রির্টানিং অফিসার
ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
নজরুল ইসলাম বলেন, ‘সুষ্ঠ ভোট গ্রহনের
স্বার্থে প্রতিটি উপজেলার
সহকারী রির্টানিং অফিসারসহ
সংশ্লিষ্টরা প্রানপন
চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন